রংপুরের নব্দীগঞ্জ থেকে পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব মিয়ার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক ট্রাক টিসিবি পণ্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানান, সরকারি টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রয় না করে কালোবাজারে বিক্রির অভিযোগে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে আটক করা হযেছে। এ সময় ডাল, চিনি, তৈল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মজুদদারি ব্যবসা করে আসছেন। এ ঘটনায় রংপুরের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় সরকারি পণ্য কালোবাজারে বিক্রিয়ের অভিযোগে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে টিসিবির রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌল্লা সরকার বলেন, আমরা উদ্ধার হওয়া খাদ্যদ্রব্যগুলো খতিয়ে দেখছি। আটককৃতরা কোথা থেকে এই মালামালগুলো পেয়েছেন, তা জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নব্দীগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে এই খাদ্যপণ্যগুলো ট্রাকসহ আটক করেছি। এ সময় এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল