বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অর্জুন বিশ্বাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৫ মে) দিবাগত রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সড়ক থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল