নাটোরের সিংড়ায় দামকুরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী।
শনিবার সকাল ১১ টায় স্থানীয় একটি সড়কে মানববন্ধন করে। এসময় ‘শিক্ষার আলো চাই’, ‘স্কুল মুক্ত চাই’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
জানা যায়, ১৯৯০ সালে স্থানীয় কয়েকজন সহযোগিতায় দামকুরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
পরে সরকার স্কুলের ভবন নির্মাণ করে দেয়। কিন্তু নিয়োগ বিষয়ে বনিবনা না হওয়ায় প্রতিষ্ঠাতা সদস্য হারান মোল্লা বেঁকে বসেন। তিনি জমি ফেরত চেয়ে মামলা করে দেন। এদিকে তার মৃত্যুর পর ছেলে ওবাদুর স্কুলটি দখল করে নেন এবং সপরিবারে বসবাস শুরু করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। তবে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হয়নি দখলমুক্ত, এমতাবস্থায় শনিবার স্থানীয় শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী স্কুলটি দখলমুক্ত করার জন্য মানববন্ধন করে।
সম্প্রতি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের শরণাপন্ন হন গ্রামবাসী। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান জানান, দামকুড়ি গ্রামের সবাই শিক্ষার পরিবেশ চায়, স্কুল দখলমুক্ত চায়। স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় গ্রামের দূরদূরান্তে স্কুলে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। তিনি দ্রুত স্কুল চালু করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন