বাগেরহাট সদরের মাছের খামারে বজ্রপাতে মারিয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই ভাইবোন। বুধবার দুপুরে সদর উপজেলার পোলঘাট গ্রামের ইলিয়াস শেখের মাছের খামারে বজ্রপাতে এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মারিয়া সদর উপজেলার পোলঘাট গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। আহত অপর দুইজন হলো একই গ্রামের আলমাস শেখের ছেলে রাজু শেখ (১২) ও তার মেয়ে রাণী আক্তার (১০)। এরা দুই ভাইবোন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রদীপ কুমার বকসী জানান, বুধবার দুপুরে সদরের পোলঘাট গ্রামের ইলিয়াস শেখ তার মেয়ে মারিয়া আক্তার এবং প্রতিবেশি আলমাস শেখের দুই ছেলেমেয়ে রাজু ও রাণীকে নিয়ে বাড়ির পাশে তার মাছের খামারে মাছ ধরতে যান। মাছের ঘেরে যাওয়ার কিছু পরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তারা সবাই ওই খামারে বাসায় আশ্রয় নেন। মুষলধারে বৃষ্টির মধ্যে আকষ্মিক বজ্রপাত খামারের বাসায় পড়ে। এতে মাছ খামার মালিক ইলিয়াসের মেয়ে মারিয়া, প্রতিবেশি দুই শিশু রাজু ও রাণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তিনি এই তিন শিশুকে স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত তিনজনের মধ্যে মারিয়াকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত অন্য দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/ফারজানা