কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম। নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের উন্নতি, সমৃদ্ধি ও সু-স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ তা'আলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজে সকলকে শুভেচ্ছা জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. ফজলুল ফজল মীর, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত ছাড়াও নগরের বিভিন্ন মসজিদ, ১৬টি উপজেলা ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক