সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (০৫ মে) পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা য়ান।
অপরদিকে, একই মহাসড়কের তবারীপাড়া এলাকায় ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে একজন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাতালে ভর্তির পর মারা য়ান।
বিডি প্রতিদিন/হিমেল