ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার সকাল সাড়ে আটটায় বৈরী আবহাওয়ার কারণে জেলা ঈদগাহ মাঠের পরিবর্তে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা শহরের টেংকের পাড় জামে মসজিদ, মদিনা জামে মসজিদ, সদর হাসপাতাল মসজদিসহ ৭৭২ টি স্থানে ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের প্রধান জামাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার মোহাদ্দেস নোমান আল হাবিবি।
বিডি-প্রতিদিন/শফিক