ঢাকার ধামরাইয়ে আজ সন্ধ্যা ৭টার দিকে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক বান্দু মোল্লাহ (৪০) নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার