বাগেরহাটের মোরেলগঞ্জে দ্রুতগামী দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বপন সাহা (২৫) ও সাওন খান ( ২৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। আজ বুধবার রাত ৮টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জ মহিশপুরা ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার মহাদেব সাহার ছেলে স্বপন সাহা (২৫)। পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই এলাকার আবজাল খানের ছেলে সাওন খান (২৮)।
মহিশপুরা ফাঁড়ি পুলিশের আইসি এসআই মো. রাজেত আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে পিরোপুর হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরও একজন। আহত অপর ২ জনের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ডিসকভার মোটরসাইকেল আটক করেছে পুুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার