নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আবারও বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৮৫।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাছুদ আলম তালুকদার টিপু পেয়েছেন ২৯ হাজার ৯৭৯ ভোট।
এদিকে নির্বাচনে ২ জন চেয়ারম্যান পদে, ৫ জন নারী ভাইস চেয়ারম্যান ও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভাইস চেয়ারম্যান পদে। তাদের ফলাফল এখনও জানা যায়নি।
উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ২৪ হাজার ৫শ' ৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ২শ' ৫৬ জন, আর মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ২শ' ৮৩ জন।
বিডি প্রতিদিন/হিমেল