নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে আসাদ পেয়েছেন ২৩ হাজার ১৮২ ভোট। তার নিকটতম ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র ও দলের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১৩হজার ৮৩৮ ভোট।
এছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯ হাজার ৮৭২ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকের প্রার্থী আবদুল আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শিরিন আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৪৮ শতাংশ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ