ময়মনসিংহের ফুলপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া যমজ তিন বোনকে উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার রাত ১১টার পর তারা নিখোঁজ হয়।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পল্লী থেকে চম্পা ও সোমাকে এবং আবিদা সুলতানা পপি শেরপুরের নকলার গৌড়দ্বার থেকে উদ্ধার হয়।
উল্লেখ্য, যমজ তিন বোন ভাইটকান্দি বাজারের আব্দুর রহমানের কন্যা। তারা তিনজনই ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        