১৯ জুন, ২০১৯ ১৯:০২

বগুড়ায় পুলিশে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ায় গ্রেফতার ‌১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় পুলিশে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ায় গ্রেফতার ‌১

বগুড়ায় কলেজ ছাত্রকে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আহসানুল কবির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কবির পাবনা সদর থানার মৃত সামছুদ্দিনের ছেলে। বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় বসবাস করেন। বুধবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। 

বগুড়া সদর থানা পুলিশ জানায়, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের বায়েজিদ নামের এক ছাত্রকে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন আহনানুল কবির। চাকরি দেয়ার কথা বলে অগ্রিম ৩ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিয়ে বায়েজিদ বিভিন্ন উপায়ে খোঁজ নিয়ে তার সন্দেহ হলে পুলিশে খবর দেয়। থানা পুলিশ অভিযান চালিয়ে কবিরকে গ্রেফতার করে।

কবিরের গ্রেফতারের খবর জানাজানি হলে কাহালু থানার কোহালী গ্রামের মশিউর রহমান থানায় হাজির হয়ে অভিযোগ করেন তার ভাতিজা আসিফ খানকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে আহসানুল কবির ৬ লাখ টাকা চুক্তি করে। এরমধ্যে গত ১৮ জুন মঙ্গলবার সপ্তপদী মার্কেটের সামনে ৯২ হাজার টাকা নেয় কবির।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, বায়েজিদের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। তারপর জানা যায় সে কাহালু থানার আসিফকে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। এঘটনায় মশিউর রহমান বাদী হয়ে আহসানুল কবিরের নামে মামলা করেছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর