সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া এলাকায় এক কলেজ ছাত্রী মেয়েকে উত্যক্তে বাধা দেওয়ায় বাবার কান ছিঁড়ে নেয়া বখাটে আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। জাফর দেবহাটা থানা ছাত্রলীগের সহ-সভাপতি। শুক্রবার রাতে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘলঘলিয়া এলাকায় কান ছিঁড়ে নেওয়ার এ ঘটনা ঘটে। কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন (৪৫) উপজেলার ঘলঘলিয়া গ্রামের রহমতুল্যা সরদারের ছেলে ও বখাটে ছাত্রলীগ নেতা আবু জাফর (২৫) একই গ্রামের রিয়াজুল সরদারের ছেলে।
এদিকে, ছাত্রলীগ নেতার এমন কাণ্ড ঘটনার পরই তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এএইচ সোহাগ বখাটে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে দুই সদস্যের তদন্ত টিম গঠন করেন।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন জানান, অভিযোগের পর পরই দেবহাটা সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি ও সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগে বখাটেদের স্থান নেই।
কান হারানো বাব আজিজুল ইসলাম জানান, দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া তার মেয়েকে উত্যক্ত করে আসছিল ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে বখাটে আবু জাফর। মেয়েকে উত্যক্ত না করতে বখাটে আবু জাফরকে বারণ করায় সে ক্ষিপ্ত হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘলঘলিয়া বাজারে যাওয়ার পথে বখাটে আবু জাফর অতর্কিত হামলা চালিয়ে আজিজুল ইসলাম খোকনের বাম কানটি দাঁত দিয়ে কামড়ে ছিড়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আবু জাফর পালিয়ে ছিল। অভিযান চালিয়ে শুক্রবার রাতে সখিপুর এলাকা থেকে বখাটে আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক