সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কয়েকজন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে শনিবার সকালে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এসময় সিভিল সার্জন ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ার আহবান জানান। সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ইপিআই সুপার আ. সালাম এসময় সেখানে উপস্থিত ছিলেন। জেলার ৬৭ হাজার ৮২১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি-প্রতিদিন/শফিক