৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে জানতে পেরে নাটোরের গুরুদাসপুরের বড়াল নদীর একটি নৌকা থেকে আনন্দ হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনন্দ হালদার সিরাজগঞ্জের কাজিপুরের ভেকুরিয়া গ্রামের খগেন হালদারের ছেলে। তিনি কয়েকবছর ধরে গুরুদাসপুরের শাহাপুর গ্রামে তার বড় দিদির শ্বশুরবাড়িতে থাকতো। রবিবার সকালে শাহাপুর কালিনগর গ্রামের আয়নাল হকের ধানের চাতালের পাশে বড়াল নদীর একটি নৌকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার শাহাপুর কালিনগর গ্রামের আয়নাল হকের ধানের চাতালের পাশে বড়াল নদীতে নৌকার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পায়নি পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর সঠিক তথ্য জানাতে পারবেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৯/মাহবুব