১৬ জুলাই, ২০১৯ ১৯:৪১

কোম্পানীগঞ্জে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে খালের উপর গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, বাংলাবাজারের পশ্চিম পাশ থেকে পূর্ব বাজার স্কুল গেইট পর্যন্ত ওই খালের ওপর কয়েকটি অবৈধ স্থাপনা নির্মাণ করে। সেখানে বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছিলো স্থানীয় প্রভাবশালীরা। মঙ্গলবার দুপুরে বাজারের জিরোপয়েন্ট থেকে স্কুল গেইট পর্যন্ত কমপক্ষে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়াছিন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি চলাচল স্বাভাবিক করায় ওই এলাকার চাষাবাদকাজে জড়িতরা ও সাধারণ নাগরিকরা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে।

উচ্ছেদ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়াছিন গণমাধ্যমকে জানান, ভ্রাম্যমাষ আদালত পরিচালনা করে খালের উপর গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি চলাচল ব্যবস্থা সচল করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর