বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বুধবার বেলা পৌনে দুইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, ঢাকাগামী আহাদ পরিবহনের সঙ্গে ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহাদ পরিবহনের চালক ও এক নারী যাত্রীসহ ২০/২২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আহাদ পরিবহনের চালক অজ্ঞাত (৪৫), শ্যামলী পরিবহনের চালক অজ্ঞাত এবং রংপুর সদর উপজেলার কামার হাছনা গ্রামের খায়রুলের স্ত্রী রানু বেগম (৪৫)।
বগুড়া শজিমেক পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আরো ২০ জন আহত হয়েছে এ ঘটনায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        