মাগুরায় প্রতিপক্ষের হামলায় কবির হোসেন মীর (৫৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত কবির হোসেন পেশায় একজন কৃষক।
বুধবার বিকালে সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কথা কাটাকাটির সূত্র ধরে কবির হোসেন মীরকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহত কবির মীরসহ অন্যদের বিকাল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন