১৯ আগস্ট, ২০১৯ ২২:১৩

বাগেরহাটে কলেজ ছাত্রী অপহরণ, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কলেজ ছাত্রী অপহরণ, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে এক কলেজ ছাত্রীকে অপহরণ, বসতবাড়িতে হামলা ও গরম পানি ছুড়ে ২০ মাসের শিশুকে গুরুত্বর আহতের অভিযোগে সোমবার ভোরে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুত্বর আহত শিশু জোনায়েদকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের বাড়ীতে এসব ঘটনা ঘটে। 

গ্রেফতাররা হলেন- উপজেলার জিউধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল খান, সোনাতলা গ্রামের সাইফুল ইসলাম মৃধা ও তার বাবা মন্টু মৃধা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানায়, জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়েকে একই গ্রামের মন্টু মৃধার ছেলে সাইফুল ইসলাম মৃধা ও ইউপি সদস্য সাইদুল খানের নের্তৃত্বে একদল সন্ত্রাসী রবিবার রাতে অপহরণ করে। এ সময় হামলাকারীদের ছুড়ে মারা গরম পানিতে হাবিবুর রহমানের নাতি শিশু জোনায়েদের শরির ঝলসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।  

এ ঘটনায় রবিবার রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর