২১ আগস্ট, ২০১৯ ১৮:৫৯

ছাদ ধসে পড়ার আশঙ্কা নিয়েই ক্লাস কয়েক শ’ শিক্ষার্থীদের!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাদ ধসে পড়ার আশঙ্কা নিয়েই ক্লাস কয়েক শ’ শিক্ষার্থীদের!

বরিশালের বানারীপাড়া উপজেলার ৩৮নম্বর বড় চাউলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়ার আশঙ্কা নিয়ে ক্লাশ করছে কয়েক শ’ শিক্ষার্থী। ক্লাশ চলাকলীন শিশুরা ছাদ ধসে পড়ার আতঙ্কে থাকায় পড়াশোনায় মনযোগী হতে পারছে না। 

সবশেষ মঙ্গলবার সকালেও ছাদের পলেস্তরা খসে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাধন চন্দ্র শীল। 

সাধন চন্দ্র জানান, চাউলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় কোমলমতি শিক্ষার্থীরা এক বার “অ আ” উচ্চারণ করতেই ছাদের দিকে তাকিয়ে থাকে। মাথার ওপর ছাদের অংশ বিশেষ ধসে পড়ার আতঙ্কে থাকেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। 

বড় চাউলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষসহ তিনটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ছে। এ অবস্থায় প্রতিদিন তাদের জীবনের ঝূঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।

ছাদ ধসে পড়ার আশঙ্কার খবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ মজুমদার, বানারীপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামানের কাছে লিখিত এবং মৌখিকভাবে অবহিত করার কথা জানিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ স্কুল ভবন সংস্কারের উদ্যোগ নেয়নি। তাই জীবনের ঝূঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করাতে হচ্ছে বলে জানান প্রধান শিক্ষক। 

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ সরেজমিন স্কুল ভবনটি পরিদর্শন করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর