২২ আগস্ট, ২০১৯ ১২:৩৬

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের স্বাধীনতা উদ্যানের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

বাগেরহাটে গাছের চারা লাগিয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।

পরে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি,  বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, শিক্ষাবিদ প্রফেসর মোজাফ্ফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বাগেরহাটে বৃক্ষ মেলার আয়োজন করে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মেলায় বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠানসহ মোট ১২টি স্টল অংশ নিয়েছে। সপ্তাহব্যাপী এ মেলায় ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রদশর্ন চলছে।

আগামী ২৮ আগস্ট পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষ মেলা শেষ হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর