পরিবার নিয়ে গৃহকর্মীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ীতে বেড়িয়ে গেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। গত শুক্রবার নালিতাবাড়ির যোগানিয়া ইউনিয়নে তার গৃহকর্মী টুনির বাড়িতে বেড়াতে আসেন তিনি। শুরুতে বিষয়টি নিয়ে টুনির পরিবারের বাইরে কেউ জানতো না। তবে খবর চাউর হওয়ার পর আশেপাশের এলাকার মানুষ টুনিদের বাড়িতে ভিড় করেন। ছুটে আসেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুও।
উপজেলা চেয়ারম্যান জানান, মাশরাফিদের অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীর কাজ থেকে টুনির বাবা আক্কাছ আলী বিদায় নিলেও তার পরিবারের প্রতি মাশরাফির রয়েছে দারুণ মমতা। তিনি আক্কাছ আলীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, তাদের মাথা গোঁজার জন্য গ্রামের বাড়িতে একটি সেমিপাকা ঘর বানিয়ে দিয়েছেন। সর্বোপরি তিনি টুনির ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন। এখানে না এলে এসব কথা আমরা জানতামই না।
বিডি প্রতিদিন/ফারজানা