সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)’র উদ্বোধনী খেলা সম্পন্ন হয়েছে। খেলায় লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বর্ণালী পালের সভাপতিত্বে ধারাভাষ্যকার একেএম তুহেম ও মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, থানার ওসি শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার