ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় হাছেন আলী সরকার (৭০) নামে এক মুসল্লী নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টের) বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট মহাসড়কে উপজেলার কাকনী বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছেন আলী সরকার পঙ্গুয়াই গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের পুত্র।
জানা যায়, আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দ্রুতগ্রামী একটি মোটরসাইকেল হাছেন আলী সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ