বঙ্গোপসাগরে পিরোজপুরের দুইটি মাছ ধরার ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া দুইটি ট্রলারে ১৯ জন জেলে ছিল। এরমধ্যে ১২ জনকে অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। বৃহম্পতিবার দুপুরের দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটার নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলার এফবি আল সত্তারের মালিক পিরোজপুর পাড়েরহাট বন্দরের ইকবাল হোসেন এবং এফবি পূর্ণিমা এর মালিক কাউখালী উপজেলার নিমাই দাস।
এফবি আল সত্তারের মালিক পিরোজপুর পাড়েরহাট বন্দরের ইকবাল জানান, গভীর সাগর থেকে ফেরার সময় কুয়াকাটার ফেরারওয়ে বয়ার কাছে থাকা অবস্থায় ঢেউয়ের আঘাতে ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ১২ জনকে উদ্ধার করা গেলেও বাকী ৭ জন নিখোঁজ রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ