কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন নাফ নদীর জৈল্লারদ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভর হয়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দুপুরে এক ক্ষুদে বার্তায় জানান, টেকনাফ-২ বিজিবি অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি হতে একটি বিশেষ টহলদল নাফ নদীতে অভিযান চালায়। কিছুক্ষণ পরে ২/৩ জন ইয়াবা পাচারকারীকে সাঁতরে জৈল্লার দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তারা দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। টহলদল কতৃক ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করে। পরে ইয়াবা পাচারকারীদের আটকের নিমিত্তে জৈল্লার দ্বীপে রাতভর তল্লাশি অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা