সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব বাল্যবিবাহ বন্ধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান বিকেলে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় সপ্তম শ্রেনীর ছাত্রী (১৩), বিকেল ৫টায় খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষণ বয়ড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৬), সন্ধ্যা ৭টায় রতনকান্দি ইউনিয়নের গোবিন্দ পোটল গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী, রাত ৮টায় রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে দশম শ্রেণির ছাত্রী, রাত ৯টায় ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী ও রাত ১০টায় শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী বাল্যবিয়ে বন্ধ করা হয়।
অভিযান চলাকালে বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রায় প্রতিদিনই সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করার পাশাপাশি অভিভাবকদের সচেতন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম