আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীতে সহপাঠীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে রিয়াজুল ইসলাম নামে ১০ম শ্রেনীর এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতে আহত শহরের আব্দুল হাই বিদ্যানিকেতনের ১০ম শ্রেনীর ছাত্র হাসান মাহমুদকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
সহপাঠীরা জানায়, বিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে হাসান ও রিয়াজের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। প্রাইভেট পড়ে হাসান বাসায় যাওয়ার পথে রিয়াজ তার পেটে ছুড়ি ঢুকিয়ে দেয়। এসময় হাসানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ছুরি ও চাপাতিসহ রিয়াজকে আটক করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম