জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিয়াম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তারাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জের তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই ফরহাদ আলীর নেতৃত্বে শনিবার দুপুরে তারাটিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মতিউর রহমান নার্সারীর সামনের সড়কে সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মো. সিয়ামকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানায় পুলিশ। আটক মো. সিয়াম পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কলেজপাড়া এলাকার মো. শাহাদাত হোসেন বাবুলের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, আটক সিয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব