নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বসুরহাট-বাংলাবাজার সড়কে পড়ে থাকা গাছের সাথে সিএনজি অটোরিকশা ধাক্কা খেলে ছিটকে পড়ে মোজাম্মেল হক স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামপুর এলাকার আলী চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক স্বপন মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুর মিয়া সওদাগর বাড়ির মাহফুজুল হকের ছেলে। তিনি মুছাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজ শেষ করে রাতে সিএনজি যোগে মাইজদী থেকে বাড়ি ফিরছিলেন স্বপন। পথে বামনী বাজারের আলী চেয়ারম্যানের বাড়ির দরজায় সড়কে উপড়ে পড়ে থাকা গাছের সাথে স্বপনকে বহন করা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত করে। এতে করে স্বপন রাস্তায় ছিটকে পড়ে। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। পরে রাতেই স্থানীয় লোকজন তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান যুবলীগ নেতা মোজাম্মেল হক স্বপনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন