সারাদেশের ন্যায় বগুড়াতেও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজির চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর থেকে। আগামী নভেন্বর মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে এবং চলতি মাসের বরাদ্ধের চাল ইতিমধ্যে ডিলারগণ উত্তোলন করেছেন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় চলতি বছর এ পর্যন্ত ৭৩ হাজার ৮০০, ৯২ মেট্রিক টন আমন চাউল সংগ্রহ করা হয়েছে। চাউলের লক্ষ্যমাত্রা ছিল ৭৮ হাজার ৩৫৩ মেট্রিকটন। আর ধানের ক্রয় লক্ষ্যমাত্রা ছিলো ১৪ হাজার ৮৯৬ মেট্রিকটন, সেখানে ক্রয় হয়েছে ১৪ হাজার ১০০ মেট্রিকটন। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ক্রয়ের তারিখ বর্ধিত করা হয়েছে। বতর্মানে এ জেলায় সরকারি গুদামে ১ লাখ ৩৭ হাজার ৯৫৪ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ রয়েছে।
বগুড়া জেলা খাদ্যা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, ১০ টাকা কেজি দরে প্রতি মাসে কার্ডধারীগণ (একজন এক মাসে) ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এ জেলায় ১২টি উপজেলায় ২৮৩জন ডিলার নিয়োগ দেওয়া রয়েছে। তারা ১ লক্ষ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীদের নির্ধারিত দাম ও পরিমানে চাউল সরবরাহ করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা