গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পঞ্চগড়গামী একটি নতুন ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বোয়ালমারী রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ে স্বার্থরক্ষা কমিটির ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা (মিলন), রেল স্বার্থরক্ষা কমিটির সভাপতি বদিউজ্জামান টুলু, আব্দুস সামাদ খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা মলায় কুমার বোস, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন রফি, শিক্ষক নেতা সমরকান্তি খা, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, ক্রীড়া সংগঠক নিজাম উদ্দিন খান, মানবাধিকার কর্মী মাসুদুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা আন্তঃনগর ট্রেনে জরাজীর্ণ বগির স্থলে নতুন বগি সংযোজন ও উত্তরবঙ্গ থেকে সকালে টুঙ্গিপাড়াগামী একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান।
উল্লেখ্য, মানববন্ধনের কারণে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি দুপুর ১টা থেকে ১.১০ মিনিট পর্যন্তু বোয়ালমারী রেল স্টেশনে অবরুদ্ধ থাকে।
বিডি প্রতিদিন/ফারজানা