নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজর আলী উপজেলার গঙ্গানগর এলাকার সমর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকনিকের জাহাজ থেকে ফজর আলীকে ১৪৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন