পটুয়াখালীর মির্জাগঞ্জে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে চন্দ্রবানু (৮৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চালিতাবুনিয়া গ্রামের মৃত আজাহার আকনের স্ত্রী চন্দ্র বানু বাড়ির পাশের সড়কে আসার পর পিছন দিক থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই বৃদ্ধাকে মির্জাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহআলম।
বিডি প্রতিদিন/ফারজানা