প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম গণসংবর্ধনা দেয়া হয়েছে। চাটখিল উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।
শনিবার গণসংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.জাহাঙ্গীর আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এ এলাকার উন্নয়নের যত ধরনের সহযোগিতা প্রয়োজন প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমি চাই মানুষের সাথে থেকে কাজ করতে। আমার বিশ্বাস উন্নয়নে আপনাদের ভালোবাসা থাকবে, আমিও সে ভালোবাসার একজন হয়ে থাকতে চাই।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামছুউদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্ল্যাসহ উপজেলা ছাত্রলীগ, যুুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম বলেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তার লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এ প্রত্যাশা রাখি ।
বিডি প্রতিদিন/ফারজানা