১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪৮

জামালপুরে ছাত্র বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ছাত্র বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জামালপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেংগারগড় গ্রামের দারুল উলুম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আলাল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের বাবা বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারগড় মোজাদ্দেদীয়া আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষক মো. আলাউদ্দিনের জন্য মাদ্রাসার ৩ নং কক্ষে খাবার নিয়ে যায় হিফজ বিভাগের ১০ বছর বয়সী ওই ছাত্র। এ সময় কক্ষের জানালা বন্ধ করে ওই ছাত্রকে বলাৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্যও ওই ছাত্রকে ভয়ভীতি দেখায় শিক্ষক। শনিবার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মো. আলাউদ্দিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ওইদিন রাতেই পুলিশ গিয়ে তাকে আটক করে জামালপুর সদর থানায় নিয়ে আসে। শনিবার রাত ১১টার দিকে নির্যাতিত ওই ছাত্রের বাবা বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর