১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১১

টাঙ্গাইলে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সচেতনতামূলক সেমিনার

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সচেতনতামূলক সেমিনার

'জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই' স্লোগানকে সামনে নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীনা ফেরদৌসী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। সেমিনারে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর