২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৭

২ লাখ ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগিরক আটক, ট্রলার জব্দ

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

২ লাখ ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগিরক আটক, ট্রলার জব্দ

কক্সবাজারের সেন্টমাটিনের দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে ট্রলারে পাচারকালে ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।

আটক মিয়ানমারের নাগরিকরা হলেন- মোঃ দইল্লা (২০), মোঃ রবি আলম (১৭), মোঃ আলম (২৫), মোঃ শফিকুল (১৮), মোঃ নুর (১৮), মোঃ নুর আলম (৩০), আলী আজমত (২০), নুরুল আমীন (৩৫)। 

বৃহস্পতিবার গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ কোস্টগার্ড ষ্টেশান কমান্ডার লেঃ সোহেল রানার নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযানে যায়। এ সময় গভীর সাগর এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ট্রলার আসতে দেখে থামানোর সংকেত দেয়। এতে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যেতে চাইলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটি আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর আইনী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর