‘‘বয়সের সমতার পথে যাত্রা’’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে র্যালি, আলোচনা সভা আয়োজনের মাধ্যমে গাজীপুরে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় এবং গাজীপুর প্রবীণ সমিতির উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন।
এর আগে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে প্রবীণদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার