ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুলাল (৫৫) নামে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুলাল রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোণা গ্রামের আবু তাহেরের পুত্র। আজ সকালে ফিশারীতে মাছের খাবার দিতে গেলে পুকুরের পাড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুলালকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে নিহতের ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ পরিবারের লোকজন হাসপাতালে গেলে হাসপাতাল এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুলালের স্ত্রী জানান, দুলাল ছিল তাদের আয় রোজগারের একমাত্র অবলম্বন।
ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ