মাদারীপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তাল হয়েছে উঠেছে রাজনৈতিক মাঠ। দুই গ্রুপ জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। ফেসবুকে কমিটি নিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সভাপতি জাহিদ হোসেন অনিক এবং সহ-সভাপতি আসিফুর রহমান খানের সাথে দুই গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জের ধরেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে দুই গ্রুপ রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সম্প্রতি মাদারীপুর সদর, কালকিনি ও রাজৈর উপজেলাসহ বেশ কয়েকটি ইউনিটের কমিটি গঠন করা হয়। এইসব কমিটিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিফুর রহমান খানের অনুসারীরা পদ বঞ্চিত হয়। এতে করে ক্ষুব্ধ হয়ে আসিফুর রহমান নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে ওই সব ইউনিটে পাল্টা কমিটি স্বাক্ষর করে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাপ বিরাজ করছে মাদারীপুরে।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিককে অব্যাহতি দেয়া হয়েছে এবং সহ-সভাপতি আসিফুর রহমান খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি গত দুদিন থেকে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেদোয়ানুল হক শোভন এবং গোলাম রাব্বানী স্বাক্ষর করেছে বলে দাবি করা হচ্ছে। তবে এই প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া বলে দাবি করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আহসান হাবিব।
তিনি বলেন, আমাদের দপ্তর থেকে এরকম কোন প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সইও করা হয়নি। এটা সম্পূর্ণ ভুয়া-ফেক। আমরা মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দেইনি। তবে সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছে এবং একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের ব্যপারে বলেন, ও রকম সই স্ক্যান করে বসানো যায়। ওটা সম্পূর্ণ ফেক।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে বলে ফেসবুকে যে প্রচারনা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এধরনের মিথ্যা প্রচারণা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।
ছাত্রলীগ নেতারা পদবঞ্চিত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, ছাত্রলীগের কেউ পদবঞ্চিত হয়নি। পদবঞ্চিত হয়েছে জাসদ নেতারা। একটি কুচক্রী মহল ফেসবুকে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল