ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক আবদুস সবুর কাজল।
বক্তারা ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্যের উপর গঠনমূলক বিভিন্ন বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/মাহবুব