ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ১৮টি মন্ডপে প্রশাসনের সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের একটি করে বরাদ্দ পত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ,উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রবিন্দ্রনাথ টিকাদার, সাধারণ সম্পাদক নৃপেন চন্দ্র সরকার প্রমূখ।
জানা যায় প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে মোট ৯ টন চাউল প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল