অনুপ্রবেশের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি বাড়ি থেকে ৪৫ জন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়ায় স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে এসব রোহিঙ্গারা একটি কারখানায় কাজ করছিল বলে পুলিশ জানিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সাথে এই রোহিঙ্গাদের আশ্রয়দাতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কক্সবাজারের উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসে ৪৫ জন রোহিঙ্গা। এরপর তারা একটি কারখানায় কাজ নেয়।
এ বিষয়ে মামলা দায়ের করার পর আজই তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম