জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
শোভাযাত্রা শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আলমামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি প্রোগ্রামার হাবিবুল্লাহ, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা আবুল বাশার রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন