মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২৬৮টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ চেক বিতরণ করেন।
বুধবার দুপুরে জেলার আছাদুজ্জামান মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আনিছুর রহমান খোকন, আশরাফুল আলম প্রমুখ।
২০১৮-২০১৯ অর্থ বছরের এডিবির অর্থে গৃহিত বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এ চেক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন