ময়মনসিংহের ফুলপুরে এমদাদুল হক বিশু (৩৫) নামে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভাইটকান্দি দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এমদাদুল শেরপুরের নকলা পৌরসভার ৫নং ওয়ার্ডের ইছবপুর গ্রামের মৃত তাহের আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে ভাইটকান্দি দক্ষিণপাড়ায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন হোটেলে কাজ করতো। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য বিশুর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক