ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে রাঙামটিতে। আজ বুধবার দুপুরে শহরের রিজার্ভবাজার এলাকায় স্থানীয় মুসল্লিদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রিজার্ভবাজার মসজিদের মুসল্লিরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার মিয়া বানুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন করেন রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবর, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলনা মো. আখতার হোসেন চৌধুরী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, আশেকানে মাইজভান্ডার এসোসিয়েশন রাঙামাটি জেলা সভাপতি মো. শাহ আলম, জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী জানে আলম প্রমুখ।
মাববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে কেউ কেউ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিকৃত ও উস্কানিমূলক পোস্ট ও শেয়ার করছেন। যা নিঃসন্দেহে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। বার বার স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিষেধ করার পরেও তারা থেমে থাকেনি। এই বিষয় নিয়ে প্রতিবাদকারীদের হামলারও হুমকি দিয়েছে। অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের আইনের আওতায় আনা না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় মুসল্লিরা।
মানববন্ধন শেষে রাঙামাটি রিজার্ভবাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিলও বের করে স্থানীয় মুসল্লিরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিজার্ভবাজার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/শফিক