বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক বড়পাথার গ্রামের মাহফুজার রহমান বাবলুকে (৬০) অপহরণের পর মারপিট করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে জেলা যুবলীগে নেতার বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে আ’লীগ নেতা বাবলুকে পুরাতন থানা ভবনের সামনে থেকে নাদিমের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল যোগে ৯জন লোক অস্ত্রের মুখে অপহরণ করে জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখের অফিসে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারপিট করে এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ খবর পেয়ে বাবলু’র স্বজনেরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মঙ্গলবার মাহফুজার রহমান বাবলু বাদী হয়ে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে নাদিমকে প্রধান আসামি ও জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখসহ ৯ জনের নামে থানায় মামলা করেন। বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক